সোমবার, ২৬ মে, ২০১৪

টিপস

গ্রীষ্মকাল মানেই ত্বকের নানা সমস্যা। বিশেষ করে যাঁদের তৈলাক্ত ত্বক, তাঁদের সমস্যা হয় বেশি। কারণ তৈলাক্ত ত্বকে খুব সহজেই ধুলোময়লা আটকে যায়। ফলাফল ব্রণ, ফুসকুড়িসহ ত্বকের নানা সমস্যা। ত্বকের এসব সমস্যা থেকে আপনাকে মুক্তি দিতে পারে খুবই সাধারণ একটা ঘরোয়া জিনিস। কী সেটা? জেনে নিন।
সেই অতি সাধারণ জিনিসটা হলো ময়দা! একটু অবাক হলেন নিশ্চয়ই? ময়দা ত্বকের গভীর থেকে ময়লা বের করে এনে ত্বককে করে তোলে পরিষ্কার। তাই বাইরে থেকে ফেরার পর ময়দার প্যাক বানিয়ে ত্বকে লাগিয়ে রাখুন ১০ মিনিট। তারপর ধুয়ে ফেলুন। ফলাফলে নিজেই চমকে যাবেন!

মেঘ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন