শনিবার, ৩১ মে, ২০১৪

টিপস

বাসায় এটা-সেটা বানাতে বেকিং পাউডার লাগেই। কেক বলুন আর মুচমুচে পিঠা বলুন! প্রায় প্রতিটি বাড়িতেই তাই থাকে এক কৌটা বেকিং পাউডার। কিন্তু অনেক সময় খুব বেশি ব্যবহার না হলে পরিমাণে অনেকখানি থাকতে থাকতেই এর মেয়াদউত্তীর্ণ হয়ে যায়। তখন কী করেন? নিশ্চয়ই বেকিং পাউডারগুলো ফেলে দেন। ফেলে না দিয়ে করতে পারেন আরেকটি কাজ। আপনার বাড়ির টাইলস পরিষ্কার করতে পারেন। কী করে? জেনে নিন পদ্ধতিটি।
এক কাপ ভিনেগার নিন। ভিনেগারে আধা কাপ বেকিং পাউডার মেশান। এরপর একটি নরম সুতি কাপড় মিশ্রণে ভিজিয়ে টাইলসে প্রলেপ দিন। ১০ মিনিট পর পানি দিয়ে পরিষ্কার করে ফেলুন। টাইলস হয়ে উঠবে নতুনের মতো ঝকঝকে!

মেঘ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন