শনিবার, ৩১ মে, ২০১৪

টিপস

ব্যবহারে সুবিধা বলে অনেকেই প্লাস্টিকের বোতলে পানি রাখেন। কাচের বোতলের মতো ভঙ্গুর নয় বলে এগুলো নিরাপদও। তবে প্লাস্টিকের বোতলের সমস্যা হলো এতে খুব দ্রুত শেঁওলা পড়ে যায়। পানির আয়রন বা ময়লাও বোতলের নিচে দাগ ফেলে। খাবার পানির বোতল যদি এমন হয়, তাহলে কি আর সে বোতলে খেতে ইচ্ছে করবে? আপনি চাইলে মাত্র পাঁচ মিনিটেই কিন্তু পরিষ্কার, দাগমুক্ত করে ফেলতে পারবেন। কীভাবে? জেনে নিন।
বোতলের পানি ফেলে দিন। এর ভেতরে এক চা চামচ লবণ ও দুই চা চামচ পানি দিন। বোতলের আকার অনুযায়ী লবণ ও পানির পরিমাণ বাড়বে। এরপর বোতলের মুখ লাগিয়ে জোরে জোরে ঝাঁকাতে থাকুন। পাঁচ মিনিট পর পরিষ্কার পানি দিয়ে বোতলটা ভালো করে ধুয়ে ফেলুন। বোতল হবে নতুনের মতো পরিষ্কার।

মেঘ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন