বৃহস্পতিবার, ৫ জুন, ২০১৪

যেভাবে চোখে আনবেন গ্লসি স্মোকি এবং ড্রামাটিক ব্লু স্মোকি লুক

গ্লসি স্মোকি আই

নিউ ইয়র্ক ফ্যাশন উইকে সম্প্রতি নতুন নজরকাড়া স্টাইল- গ্লসি স্মোকি আই সবার নজর কেড়েছে। 
-গ্লসি স্মোকি আইয়ের জন্য একটি ক্রিমি ব্ল্যাক আই পেন্সিল নিন। পেন্সিলটি দিয়ে চোখের পাতার উপরের ও নিচের ল্যাশ লাইনে দাগ দিন। এরপর তা ভাজের সঙ্গে মিলিয়ে দিন।
-এরপর একটি সিলভার শ্যাডো ব্যবহার করে ভেতরের কোনাগুলো উজ্জ্বল করুন।
-চোখের পাতায় গ্লসি ভাব আনার জন্য আপনার অনামিকা আঙুলে ক্লিয়ার গ্লস নিয়ে সেখানে আলতো করে মাখিয়ে দিন। এরপর প্রয়োজনমতো মাসকারা লাগিয়ে দিন।



ড্রামাটিক ব্লু স্মোকি আই
-প্রথমেই একটা আই প্রাইমার প্রয়োগ করুন।
-আপনার চোখের উপরের ল্যাশ লাইনে ক্রিমি ব্ল্যাক লাইনারের একটি মোটা দাগ দিন। সূক্ষ্ম দাগ না হলেও চলবে। এটা একটা ব্রাশ দিয়ে চোখের পাতার ভাঁজ পর্যন্ত ছড়িয়ে দিন।
-এবার বোল্ড ব্লু রঙের আইশ্যাডো চোখের পাতার উপরে প্রয়োগ করুন। তবে তা ভাজের বাইরে দেবেন না।
-এরপর সিমারি গ্রে শ্যাডো আপনার চোখের ভাজে প্রয়োগ করুন।
-আপনার চোখের গভীরতা বাড়ানোর জন্য ম্যাট ডার্ক গ্রে শ্যাডো চোখের ইনার কর্নার থেকে শুরু করে বাইরের কর্নার পর্যন্ত মিশিয়ে দিন।
-ট্রান্সপারেন্ট হোয়াইট শ্যাডো দিয়ে চোখের পাতা থেকে ভ্রু পর্যন্ত ব্রাশ করুন। চোখের ইনার কর্নারগুলোর কথা ভুলবেন না। পরিষ্কার ব্রাশ ব্যবহার করে সব হালকা করে মিলিয়ে দিন।
-চোখের নিচের রিমে হালকা কালো লাইনার দিয়ে দাগ দিন।
-নিচের পাতায় একই নীল শ্যাডো প্রয়োগ করুন এবং তার উপর ডার্ক গ্রে শ্যাডো মিলিয়ে দিন।
-উপরের ল্যাশ লাইনেও কালো লাইনার প্রয়োগ করুন।
-মাস্কারার একটি হালকা কোটিং চোখের উভয় পাতাতেই প্রয়োগ করুন।

মেঘ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন