রবিবার, ২২ জুন, ২০১৪

টিপস

আজকাল রেডিমেড পোশাকগুলোর সেলাই তেমন একটা মজবুত হয় না। বিশেষ করে জোড়ার অংশগুলো। প্রায়ই দেখা যায় সেলাই খুলে আসে। তখন আবর সেটাকে সেলাই করে নেয়া ছাড়া উপায় থাকে না। কিন্তু যদি সেলাই খুলে যায় বাইরে যাবার ঠিক আগ মুহূর্তে, যখন সেলাই করার সময় আর নেই, কী করবেন তখন? রইলো একটি সহজ সমাধান।
এমন বিপদে আপনাকে সাহায্য করবে সেফটিপিন। সেলাই খোলা অংশটুকু একসাথে করে নিন। সেলাই যেদিকে সেদিকে সেলাই খোলা জায়গায় সেফটিপিন দিয়ে সূচ ঢোকানোর মতো কয়েকবার ওপর-নিচ করুন। তারপর সেফটিপিন আটকে দিন। ব্যস, হয়ে গেল কাজ চালানোর মতো অবস্থা! এরপর বাড়ি ফিরে খুলে যাওয়া অংশটুকু সেলাই করে নিতে ভুলবেন না যেন!
মেঘ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন