শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০১৩

টিপস

শীতকাল মানেই ত্বকের নানা সমস্যা। বিশেষ করে ত্বকের বিভিন্ন জায়গায় পড়ে যায় কালো ছোপ ছোপ দাগ। কনুই এবং হাঁটুতে যে কালচে দাগ পড়ে যায়, তা সহজেই দূর করা যায় ঘরোয়া উপায়ে। কীভাবে? জেনে নিন উপায়টি।

দুই টুকরো লেবু নিন। এতে সামান্য লবণ লাগান। তারপর কনুইয়ে ঘষতে থাকুন ১০ থেকে ১৫ মিনিট। একইভাবে হাঁটুতেও ঘষুন। ঘষার সময় করে উঠতে পারছেন না? কোনো সমস্যা নেই! কনুইয়ের নিচে লেবুর খোসা রেখে কিছুক্ষণ বই পড়ে ফেলুন। তারপর ২-৩ মিনিট ঘষে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে দাগ দূর হয়ে যাবে।

মেঘ


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন