মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০১৩

টিপস

আপনার ঠোঁট কিভাবে গোলাপী করবেন তাই পদ্ধতিটা আপনাদের মাঝে তুলে ধরলাম ।
ঠোঁটের চমক বাড়াতে চান। কিছু না এর জন্য আপনাকে কোনো বিশেষ ঝুঁকি নিতে হবে না। যা করবেন : গোলাপের পাপড়ি পিষে এর মধ্যে গ্লিসারিন মিশিয়ে নিন। তা প্রতিদিন ঠোঁটে লাগান। আপনার ঠোঁটের চমক এমনিতেই বেড়ে যাবে। গোলাপের মতো উজ্জ্বল হবে আপনার ঠোঁট। আবার আঙুরের রসও লাগাতে পারেন। এতে ঠোঁট ফাটবে না। ঠোঁট গোলাপি করতে হলে গোলাপের পাপড়ির রসের মধ্যে তুলসী পাতার রস মিশিয়েও লাগাতে পারেন। কয়েক সপ্তাহেই আপনার ঠোঁট গোলাপি হয়ে যাবে।



আর একটি উপায় আছে: ►কাঁচা দুধে তুলা ভিজিয়ে ঠোটে ঘষুন , কালো দাগ তো উঠবেই সাথে ঠোটে গোলাপী ভাব আসবে ।




মেঘ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন