শুক্রবার, ৩ জানুয়ারী, ২০১৪

টিপস

মুখের দুর্গন্ধ কার পছন্দ বলুন? তবে যাঁরা কাঁচা পেঁয়াজ খেতে ভালোবাসেন, তাঁরা বুঝি এই মুখের গন্ধকেও তোয়াক্কা করেন না! অনেকেই আছেন সালাদে তো বটেই, সালাদের পরিবর্তেও কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করেন। হতে পারে সেটা ভাত বা চপ, কাবাব বা ভাজাভুজির সাথে। এছাড়া অনেক খাবারের সাথেই কাঁচা পেঁয়াজ খেতে ভালো লাগে। বিশেষ করে শীতের দিনে নতুন কচি পেঁয়াজের স্বাদ তো অতুলনীয়! কিন্তু মুশকিল হয় খাবার পরে মুখের গন্ধ নিয়ে। এমনকি দাঁতব্রাশ করলেও এ গন্ধ দূর হয় না। তবে এ সমস্যার সমাধানও কিন্তু রয়েছে আপনার হাতের কাছেই! কী সেই সমাধান? জেনে নিন অতি সহজ সেই উপায়টি।

একটা পরিষ্কার স্টিলের চা চামচ কিছুক্ষণ মুখে পুরে মুখ বন্ধ করে রাখুন। একটু পর চামচটা বের করে মুছে নিয়ে আবার মুখে পুরুন। এভাবে কয়েকবার করলেই মুখ থেকে পেঁয়াজের গন্ধ প্রায় পুরোপুরি দূর হয়ে যাবে। আর হ্যা, চামচটা ধুয়ে রাখতে ভুলবেন না যেন!


মেঘ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন